বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে বুধবার (১১ আগস্ট) ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে কোনো ট্রেন চলাচল করেনি। কবে নাগাদ চলতে পারে সে ব্যাপারেও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।
বুধবার (১১ আগস্ট) সারাদেশে সড়ক, রেল এবং নৌ চলাচল শুরু হয়েছে। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ চলাচলকারী ট্রেন চালু হয়নি। কারণ হিসেবে স্থানীয় কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে বিভাগীয় কর্মকর্তারা বলছেন ক্রমান্বয়ে এ রুটের ট্রেন চলাচল চালু হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে মূলত বেসরকারি সংস্থা ট্রেন পরিচালনা করতো। প্রতিদিন এ পথে আসা যাওয়া করতো ১৬ জোড়া ট্রেন। মাত্র ১৫ টাকা ভাড়ায় ৪৫ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পৌঁছাতে পারতেন যাত্রীরা।
অপরদিকে বাসে ঢাকায় যেতে যাত্রীদের ব্যয় করতে হয় ৩৬ টাকা। সময় লাগে এক থেকে দেড় ঘণ্টার মতো।
জানা যায়, ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই বন্ধ করা হয় ট্রেন চলাচল। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালুর পরপরই দুইবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে ট্রেন চলাচল।
যাত্রীদের অনেকেই বলেন, নারায়ণগঞ্জের পরিবহন সংশ্লিষ্টদের সুবিধা দিতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রুটে ট্রেন চললে পবিহন কর্তাদের ক্ষতি হয়। তাই তাদের যোগসাজেস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা অতিদ্রুত ট্রেন চালুর দাবি জানাই। যদি বাস চলতে পারে তাহলে ট্রেনও চলতে পারবে।
বুধবার (১১ আগস্ট) সরেজমিনে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায়, চলছে সংস্কার কাজ। ডাবল লেন তৈরির প্রকল্প চলমান থাকায় তা নিয়েই বেশি ব্যস্ততা। স্টেশনগুলোতেও চলছে প্ল্যাটফর্ম নির্মাণ ও সংস্কার কাজ। এমন পরিস্থিতিতে ট্রেন চালু আদৌও সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ মন্তব্য করেন ট্রেন চালু করলেও তা শহরের চাষাঢ়া দিয়ে যেতে পারে।
নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, ট্রেন পরিচালনায় আমরা প্রস্তুত। তবে আজ থেকে (১১ আগস্ট) ট্রেন চালুর ব্যাপারে কোনো নির্দেশনা কিংবা চিঠি পাইনি। করোনা এবং লকডাউন সংক্রান্ত কারণে ট্রেন বন্ধ রাখতে বলা হয়েছে। কবে চালু হবে তাও জানানো হয়নি।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, আপাতত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন চালুর চিন্তা ভাবনা নেই। বিভিন্ন আন্তঃনগর ট্রেন চালুর পর পর্যায়ক্রমে এ রুটের চালু হবে। কবে নাগাদ চালু হবে তা পরবর্তীতে জানানো হবে।









Discussion about this post