নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ মোবাইল টিম শহর পরিদর্শন করে এ ব্যবস্থা গ্রণি করেন।
এছাড়া একই দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জেলায় অবস্থিত প্রায় ৪-৫ হাজার শিল্প প্রতিষ্ঠানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সটা কেয়ার নেয়ার জন্য মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের খানপুরের বিআইডব্লিউটিএ ইকোপার্ক (চৌরঙ্গী পার্ক), পঞ্চবটি এ্যাভেঞ্চার ল্যান্ড (বিনোদন পার্ক), গ্র্যান্ড হল কমিউনিটি সেন্টার, বাধন কমিউনিটি সেন্টার, বিবাহ ঘর ও পালকি কমিউনিটি সেন্টার বন্ধ করে দেয়।
অপর দিকে বৃহস্পতিবার সকালে বন্দর রেললাইন, বন্দর বাজার, বন্দর ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার পাশাপাশি সচেতনতামূলক মাইকিং এবং ২০০ মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে মাস্ক না পরায় মোট মামলা ৮টি দায়ের ৩৬০০ টাকা জরিমানা করা হয়।
শিল্প প্রতিষ্ঠান প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমাদের নারায়ণগঞ্জে ৪-৫ হাজার ইন্ডাস্ট্রিজ রয়েছে। সেখানে কোভিড ১৯ মেইনটেইন করে তারা যেনো কাজ করে তার জন্য এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিল্পকারখানায় মানুষদের জন্য আইসোলেশন করার কথা বলেছি।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে আমাদের নারায়ণগঞ্জে কোভিড এর সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছি। ম্যাসেজের মাধ্যমে আমাদের বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা রেলপথ, নৌ-পথে কাজ করছে।
বাজার, মল, বড় বড় দোকানগুলোর মালিকদের আমরা বলেছি কোভিড ১৯ মোকাবেলা করার দায়িত্ব আপনার আর সেটি না করলে শাস্তির ব্যবস্থা করা হবে।









Discussion about this post