নারায়ণগঞ্জে কোভিড-১৯ বিস্তার রোধে এবং সারাদেশে চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা হয়েছে।
রোববার ২ মে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ ৯টি সিটি করপোরেশনের মেয়ররা অংশগ্রহণ করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মন্ত্রীকে নারায়ণগঞ্জ নগরীর করোনা পরিস্থিতি অবহিত করেন এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক সহযোগিতা কামনা করেন।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, ‘গত ২৯ এপ্রিল পর্যন্ত সিটি করপোরেশনের উদ্যোগে ৩৬ হাজার ৪২১ জনকে কোভিড-১৯ সুরক্ষায় ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১৬ হাজার ৭২৪ জনকে। এনসিরি মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা পরামর্শ গ্রহণ করেছে ৫৬৪ জন। এনসিসির মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষায় নমুনা সংগ্রহের অনুরোধ পেয়েছে ৫৬০ জনের। এর মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২৩ জনের। এর মধ্যে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে ৯৯ জন। এছাড়াও ইতোমধ্যে সিটি করপোরেশনের উদ্যোগে তিনটি মরদেহ দাফন/সৎকার করা হয়েছে।
এগুলো ছাড়াও সিটি করপোরেশনের উদ্যোগে জীবানুনাশক পানি ছিটানো হয় ৩টি গাড়িতে ৫ লাখ ৭ হাজার লিটার। এর পাশাপাশি সিটি করপোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্পেশাল টিমে ৩৫ জন ও ২৭টি ওয়ার্ডে ১৩৫ জন প্রতিদিন মশার ওষুধ ছিটানো হচ্ছে। তাছাড়া নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম করছে ২৭টি ওয়ার্ডে ১০৭১ জন পরিচ্ছন্ন কর্মী।
প্রসঙ্গত জেলা গত ৩০ এপ্রিল পর্যন্ত ১ লাখ ২ হাজার ৭৭৯ জনের নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৮৬০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ২১০ জন মারা গেছেন এবং ১১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছে।








Discussion about this post