এনএনইউ রিপোর্ট :
কমিউনিটি ব্যাঙ্কসহ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে নারায়ণগঞ্জে আসছেন পুলিশের মাহপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে তিনি মাসদাইরস্থ পুলিশ লাইনসে আসবেন।জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-টু শফিউল আজম খান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সকাল দশটার দিকে জেলা পুলিশ লাইনসে কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর সাড়ে ১০ টার দিকে হরিহরপাড়ায় আকবর টাওয়ারে কমিউনিটি ব্যাঙ্কের পঞ্চবটি শাখার উদ্বোধন করবেন।
এ সময় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে পুলিশের ওই বার্তায় জানানো হয়েছে। এতে পুলিশের সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।









Discussion about this post