আমি আমার সব কর্মকর্তাদের বলি নারায়ণগঞ্জে কাজ করছেন এটা গৌরবের বিষয়। নারায়ণগঞ্জে কাজ করা সৌভাগ্যের বিষয়। এখানে কাজ করার সুযোগ বেশি, নিজেকে উপস্থাপন করার সুযোগও বেশি । আমি আগে মুন্সিগঞ্জসহ অন্যান্য জেলায় কাজ করার সময় এতটা সম্মান পেতাম না, যতটা বর্তমানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলে পাই।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা শনিবার জেলা পুলিশ লাইন্সে এক আলোচনা সভায় এ কথা বলেন, জেলার পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।
এসময় এসপি জায়েদুল বলেন, কোথায় গেলে আমার রূপগঞ্জ এবং সদর থানার ওসিরাও যথেষ্ট সম্মান পান, কারণ তারা নারায়ণগঞ্জে কাজ করছেন। প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। কমিউনিটি পুলিশিং পুলিশের নিকট জনগণের প্রতিনিধিত্ব করে। কমিউনিটি পুলিশিংয়ের সকলেই পুলিশকে সহায়তা করার লক্ষ্যে কাজ করে যাবেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. শাহনেওয়াজ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শফিকুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার ‘খ সার্কেল’মো. খোরশেদ আলম, ডিআইও ১ ইকবাল, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর(প্রশাসন) মো.কামরুল ইসলাম বেগ, জেলার পুলিশের বিশেষ শাখার(ডিএসবি) কর্মকর্তা হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুস্তাফিজুর রহমান, সদর মডেল থানায় পুলিশ পরিদর্শক(ইন্টিলিজেন্স) কামরুজ্জামান, চাষাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।









Discussion about this post