নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
শহরের চেম্বার রোড, কালীরবাজার ও ফলপট্টিতে চলছে উচ্ছেদ অভিযান । পূর্ব ঘোষনানুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কয়েকজন অসাধু কর্মকর্তা শহরের ফুটপাত দখলকারী নেতাদের সাথে আঁতাত করে উচ্ছেদ অভিযানের দোহাই দিয়ে চালিয়ে যাচ্ছে তান্ডব । এমন উচ্ছেদ অভিযানকে সকলেই বলছেন “নাটকবাজি ।”
বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদকারী টিম অেভিযান চালালেও এ সময় কোন ম্যাজিষ্ট্রেটকে সাথে দেখা যায় নাই ।
শহরের এমন সাড়াসী অভিযানের ফলে উচ্ছেদের পূর্বেই শহরের প্রায় সকল হকারদের কাছে পৌছে দেয়া হয়েছিলো আগাম খবর । এমন আগাম খবরের পর শহরের চলছে উচ্ছদ অভিযান । এমন অভিযানকে হকার ও তাদের নেতারা বলছে মোবাইল কোর্ট চলছে ।
অপরদিকে নারায়ণগঞ্জ শহরের নৌ থানায় অবস্থান নিয়ে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ নৌ থানার ইনচার্জ (ওসি) আবদুল হাকিম আজাদ ।
আবদুল হাকিম আজাদ নারায়ণগহ্জ নিউজ আপডেট কে বলেন, এখনো নৌপথে চলাচলরত কয়েকটি বালু বোঝাই বাল্কহেড আটক করে তাদের কাগজ পত্র যাচাই বাছাই চলছে । জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেটবালুবাহী বাল্কহেডগুলোর মাঝি মাল্লাদের সাথে কথা বলছেন । বিস্তারিত পরে জানানো যাবে ।









Discussion about this post