বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরাচালানকৃত অবৈধ শাড়ি ও থ্রি-পিছ জব্দ করেছে নৌ-বাহিনীর কোস্টগার্ড সদস্যরা।
এসময় অবৈধ এসব মালামাল বহন করা একটি বলগেট আটক করা হয়। রবিবার ভোরে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় বুড়িগংগা নদীতে এ অভিযান চালায়।
তবে কোস্টগার্ড এই চোরাচালানির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফট্যান্ট এম এম আসিফ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরো জানান, ভোরে রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগংগা নদীতে সন্দেহভাজন একটি বলগেট আটক করা হয়। পরে তল্লাশি করে সেখান থেকে পাওয়া বিপুল পরিমান ভারতীয় চোরাচালানকৃত অবৈধ শাড়ি ও থ্রি-পিছ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারির সাথে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নদীপথে সব ধরণের চোরাচালানি রোধে অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড জানিয়েছে।









Discussion about this post