নারায়ণগঞ্জের ফতুল্লায় নকল পণ্য প্রস্তুত এবং পণ্যের গায়ে মূল্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) শহীদনগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সদর উপজেলা ফতুল্লার শহীদনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবস্থিত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান `দি বেষ্ট রিয়েল ফুড প্রোডাক্টস` পরিদর্শন করে দেখা যায়, প্রতিষ্ঠানটি নকল পণ্য প্রস্তুত করে এবং পণ্যের গায়ে কোনো মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ১ লক্ষ টাকা ও ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি প্রতিষ্ঠান ফারিয়া ট্রেডিংকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ১০ হাজার টাকা, এবং ৪৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।









Discussion about this post