নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব স্থগিত করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন।
তিনি জানান, বুধবার (৩ জুন) বারদীতে আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে হাজার হাজার লোক সমাগম ঠেকাতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সঙ্গে আলোচনা করে এবারের অনুষ্ঠান স্থগিত করা হলো।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম তিরোধান উৎসব স্থগিত করে সোনারগাঁয়ে মাইকিং করা হচ্ছে। যাতে বুধবার উৎসবে যোগ দিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন না আসে। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও উৎসব স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণেই আশ্রমের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। উৎসবে যোগ না দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি তিনি আহ্বান জানান ।









Discussion about this post