করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে প্রথমেই আসে ডাক্তাররা, তারপর নার্স, স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি পুলিশ কর্মীদের অবদানও কম নয়। আর নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা একশ’ ছাড়িয়েছে।
শনিবার (১৬ মে) পর্যন্ত এ জেলার ১০৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া শনিবার নতুন করে আরও ৭৪ জনসহ পুরো জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়েয়েছে ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬১ জন। জেলায় আক্রান্তের হিসেবে পুলিশ আক্রান্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। অর্থ্যাৎ জেলায় আক্রান্ত প্রতি একশ জনে ৬ জনের বেশি পুলিশ সদস্য। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম গণমাধ্যম কে বলেন, জেলা পুলিশে শনিবার সকাল পর্যন্ত মোট ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ও ইমপালস হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রয়েছেন।








Discussion about this post