নারায়ণগঞ্জ সদর উপজেলার জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১০জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর পৃথক ২টি আভিযানিক দল।
এসময় সর্বমোট ৬৪ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়। ৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে এবং রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ মাসুম বিল্লাহ (৩৬), মোঃ ফারুক হোসেন (৩৮), মোঃ আঃ রশিদ (৪৮), মোঃ হানিফ (৪০), মোঃ আলম হোসেন (৪৫), মোঃ জাহিদুল ইসলাম অপু (৩৫), মোঃ সুমন (৩৮), মোঃ রফেত আলী (৪৭), মোঃ ফজর আলী (৫০), মোঃ মুন্না (২৮)।
আজ মঙ্গলবার ৬ জুলাই বিকেলে র্যাব-১১ এর এএসপি মো: সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post