নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ৯ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
মঙ্গলবার ৫ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ জুয়েল ওরফে মনির (৩০), মোঃ শাহীন (২৩), মোঃ শাহরুফ দেওয়ান (২৪), মোঃ শরিফ (২০), মোঃ শহিদ (৩০), দেলোয়ার ওরফে দেলু (৩৮), মোঃ রমজানুল জামিল (৩৬), নাজিম উদ্দিন (৩৮) এবং মোঃ সুমন (৩১)। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৬ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার ৬ অক্টোবর বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়ক এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ি চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।









Discussion about this post