হেফাজতে ইসলামের আন্দোলনে উস্কানি, সহিংসতা ও সাম্প্রতিক সাম্প্রদায়িক নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা হাসান আহমেদকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত হেফাজতের হরতালের সহিংসতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে গ্রেফতারের পর বিকেলে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে প্রেরণ করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বরেছেন, হেফাজত কান্ড থেকে শুরু করে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় হাসান আহমেদকে গ্রেফতার করে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হয়। পরে আদালত তার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া জানান, আমরা হাসান আহমেদের জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে এর আগে হত্যা, সন্ত্রাসী, নাশকতা, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ নানাবিধ অভিযোগে মামলা রয়েছে।
এ ছাড়াও সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভার স্বামী হওয়ার কারণে হাসমান আহম্মেদ ও তার পরিবারের বিরুদ্ধে নানাভাবে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে এমন মামরায় গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা ও হাসনের বড় ভাই আবদুল মজিদ ।









Discussion about this post