নারায়ণগঞ্জ সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড়ে বন্ধন পরিবহনের একটি বাস চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। ২০ ডিসেম্বর রোববার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বন্ধন পরিবহনের ওই বাসটি আটক করেছে। যার নাম্বার ঢাকা মেট্রো-ভ-১১-৫৫৬৫। তবে বাসের চালক হেলপার পালিয়ে গেছে।
নিহত পথচারী নারী হলেন পটুয়াখালি জেলার চৌকিদারবাড়ির জামালগাছি এলাকার মিজানুর রহমান চৌকিদারের মেয়ে বিথী। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড় এলাকায় বিথী নামের এক পথচারী নারী রাস্তা পারপার হতে গিয়ে বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এসময় প্রত্যক্ষদর্শীরা বাসটিকে আটক করলেও বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমরা বাসটিকে জব্দ করেছি। তবে ওই নারী কোথা থেকে আসছিল কিংবা কোথায় যাচ্ছিল বিস্তারিত জানা যায়নি। আমরা আইনগত ব্যবস্থা ব্যাবস্থা নিব।









Discussion about this post