নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় চাষাঢ়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এসময় দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে পুরনো কমিটি সদস্যদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত কমিটির সদস্যরা।
এছাড়া এবারই প্রথম বারের মত আনুষ্ঠানিকতায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচন-২০২০ এ সংগঠনটির গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নে গুরু দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশনারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক এজাজ কোরেশী, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, রাজনীতিবিদ ও সংগঠক আবু হাসান টিপু, এনএএন টেলিভিশনের সিইও গিয়াসউদ্দিন মন্টু, বেসরকারী টেলিভিশন নিউজ ২৪ এবং কালের কণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, বাংলাদেশ প্রতিদিন এর নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, হাজি আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল গনি ও মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর সভাপতি বদরুল হক।
এছাড়াও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নির্বাচন উপ-পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, যুগ্ম আহ্বায়ক এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মোল্লা সাগর, সদস্য সচিব হাসান এবং সহ সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার বাবলু।
শপথ বাক্য পাঠ করেন নব নির্বাচিত সভাপতি এনএএন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ সভাপতি দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু বিপুল ভোটে জয়ী সাধারণ সম্পাদক আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমার বার্তা নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অর্থ সম্পাদক জাহিরুল ইসলাম মোল্লা সাগর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বিাচিত কার্যকরি সদস্য- দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন।
বাংলাদেশের কথা সম্পাদক বদিউজ্জামান খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক কমিটির প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন ভূইয়া, সাধারণ সদস্য দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শাহালম তালুকদার, আমাদের পথের সময় এর সম্পাদক তৌকির আহম্মেদ রাসেল, আজকের নীর বাংলা প্রধান সম্পাদক কিবরিয়া খোকন, বাংলাদেশের খবর পত্রিকার আব্দুল কাইউয়ুম, দৈনিক নবচেতনা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি আল আমিন, সিটি নিউজ২৪.কমের বদরুজ্জামান রতন, দৈনিক যুগের চিন্তার মেহেদী হাসান, বাংলাদেশ সমাচারের ফারুক হোসেন, ঢাকা প্রতিদিন এর মো. আসলাম মিয়া, আজ কালের খবরের নুর মোহাম্মদ সুজন, আজকের বিজনেস বাংলাদেশ এসকে মাসুদ রানা, দৈনিক ইয়াদ এর মনিরুজ্জামান ভুইয়া কাজল, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সহ বার্তা সম্পাদক সৈয়দ রিফাত আল রহমান, রুদ্রবার্তা সাহিত্য সম্পাদক প্রবাল কান্তি বাপ্পি সাহা, এনএএন টিভির প্রোগাম প্রধান ও রিপোর্টার সুমন শেখ, ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম সাগর, ফটো সাংবাদিক মো.জুয়েল আলী, এন.এ.এন টিভি সাব্বির আহম্মেদ ফয়সাল প্রমুখ।









Discussion about this post