হাজারো বিতর্কের পর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বদলী হয়েছে সুভাষ ঘোষ । এবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে যোগ দিয়েছেন নতুন জেল সুপার মাহবুবুল আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে বরন করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তারা। এই সময় উপস্থিত ছিলেন জেলার শাহ্ রফিকুল ইসলাম, ডেপুটি জেলার তানিয়া জামান ও ডেপুটি জেলার আরিফুর রহমান।
নতুন জেল সুপার মাহবুবুল আলম এর আগে গাইগান্ধা জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের সাবেক জেল সুপার সুভাষ কুমার ঘোষকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এই দুই কারা কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয় ।
বন্দি আসামী – কয়েদীদের স্বজনদের দীর্ঘদিনের অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাস ঘোষ নানা পন্থায় বন্দিদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে । কারাগারের ঠিকাদারদের সাথে যোগসাজস করে নিম্ননানের খাবার সরবরাহ করায় কোন বন্দি আসামী কয়েদীদের কেউ সেই খাবার খেতে না পারায় কারা কেন্টিন থেকে উচ্চ মুল্য দিয়ে খাদ্য ক্রয় করতে বাধ্য করতো কারা কর্তৃপক্ষ।
এমন ঘটনা ছাড়াও আসামীদের ভালো ভাবে থাকার জন্য ভিন্ন ভিন্ন ওয়ার্ড তৈরি করে প্রত্যেক বন্দিকে সপ্তাহে পাচ (৫) হাজার টাকার বিনিময়ে বিশাল বাণিজ্যের অভিযোগ ছিলো সুভাস ঘোষের বিরুদ্ধে ।
স্বজন ছাড়াও বন্দীদের অভিযোগ থেকে জানা যায়, সুভাস ঘোষক্র টাকা দিলে নারায়ণগঞ্জ কারাগারে সব কিছুই পাওয়া যেতো । গত এক বছর যাবৎ কারাগারে ভিভিআইপি আমদানি ওয়ার্ড নামক একটি ওয়ার্ড সৃষ্টি করে সুভাস ঘোষ বাণিজ্যের লংকাকান্ড চালিয়ে আসছিলো।
চরম বিতর্কিত নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ বদলী হওয়ার খবরে হাজারো বন্দি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অপরদিকে কারাগারেব প্রতিটি ওয়ার্ডের রাইটার, দূর্ণীতি পরায়ণ ঠিকাদারদের কেউ কেউ চরম আতংকের মাঝে রয়েছেন । এরই মধ্যে কেউ কেউ নব নিযুক্ত জেল সুপার মাহবুবুল আলমকে নানাভাবে ম্যানেজ করতে চেষ্টা অঅব্যাহত রেখেছেন ।









Discussion about this post