নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া, ফতুল্লা, লিংক রোডসহ বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় দিয়ে অপকর্ম করায় আবারো সেই সারোয়ার নামের ভুয়া পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে সাংবাদিকরা ।
প্রতারক সারোয়ার পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জ ছাড়াও মেয়র হানিফ উড়াল সড়কে বিনা মাসুলে চলাচলের অনেক প্রমাণ রয়েছে সেতু কর্তৃপক্ষের কাছে। অসংখ্যবার অপমানিত হলেও এই প্রতারণা বন্ধ করে নাই সারোয়ার ।
বুধবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
এর পুর্বেও ২০১৮ সালের ২৭ জানুয়ারী নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে এক ব্যবসায়ীকে জিম্মি করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মারধর করায় আটক হয়েছিলো প্রতারক সারোয়ার । তৎকালীন সময়ে পুলিশ কে ম্যানেজ করে এবং বাদী কোন মামলা না করায় থানা থেকেই ছাড়া পেয়ে যায় অনায়েশেই ।
পরে তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় । তার বাড়ি ফতুল্লা থানাধীন গেউদ্দার বাজার এলাকায়।
সে নিজেকে আশরাফ আলী দারোগার ছেলে বলে পরিচয় দেয়। সে বিভিন্ন সময় নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে আসছে বলে খবর পাওয়া গেছে ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তাকে আটক করা হয়েছে সত্য। তার বাবা একজন পুলিশ ছিলেন। সে তার বাবার হোন্ডা চালায়। তদন্ত করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোনো সাংবাদিকের সাথে তার দ্বন্দ্ব থাকতে পারে । তাকে ছেড়ে দেওয়া হবে ।









Discussion about this post