সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ সদর থানায় এক কিশোরীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় কয়েক মাস পরে সেই কিশোরী ফিরে এসে কোন ধর্নের শিকার হয় নাই এবং কেউ তাকে মারে নাই বলে আদালতে জবানবন্দি প্রদানের পর তোলপাড়ের সৃষ্টি হয়েছিলো দেশ জুড়ে । তেমন এক আজগুবি সাজা পরোয়ানায় সাজা ভোগ করে কারাগার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের স্বরণাপন্ন হয়েছেন ভুক্তভোগি মোঃ কামাল হোসেন ।
একই সাথে এমন চাঞ্চল্যকর ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন মোঃ কামাল হোসেন ।
এমন আজগুবি সাজা মিথ্যে পরোয়ানার মামলায় সঠিক বিচার না পেলে অচিরেই এমন চাঞ্চল্যকর ঘটনা নিয়ে উচ্চ আদলেতে স্বরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগি কামাল হোসেন ।
সাজা পরোয়ানা ওভার রাইটিংয়ের মতো গুরুতর অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ মেহেদী ইমরান সিদ্দিকী নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, এন অভিযোগে বিভাগীয় ব্যবস্থাসহ আইননুগভাবে ব্যবস্থা নেয়া হবে ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবারে দাখিল করা অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদ এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার পর ২০১৯ সাল থেকে এলাকার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসতেছে । ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান ১২ ফেব্রুয়ারী মত বিনিময় সভা ও সমাবেশের আয়োজন করেন । ওই সমাবেশে আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিনকে এলাকার চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন সুপারিশ করে বক্তব্য দেন সংসদ সদস্য সেলিম ওসমান ।
সংসদ সদস্য সেলিম ওসমানের বক্তব্যের পর এলাকার একটি কুচক্রী মহল ১৭ ফেব্রুয়ারী বুধবার কুমিল্লার কোতয়ালী থানার মামলা নং ৬৭(৪)০৯ এর একটি মামলায় নারায়ণগঞ্জ থানার ওসি শাহজামান, ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান, এসআই ওয়ালী উল্লাহ এসআই মনির সাজা ওয়ারেন্টের আাসামী জামাল হেসেনের নামের স্থলে কামাল হোসেন ওভার রাইটিং করে গ্রেফতার করে কামাল হোসেনকে আদালতে পাঠায় ।

এমন ঘটনায় যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত , কুমিল্লার বিচারক জামিন শুনানী শেষে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেন যে, “সাজা পরোয়ানায় দেখা যায় জামাল হোসেন এর নামের স্থলে ওভার রাইটিং করে কামাল হোসেন লেখা হয়েছে।“
এই মামলা হইতে কামাল হোসেনকে অব্যাহতি দিয়ে জামাল হোসেনকে কেন গ্রেফতার না করে কামাল হোসেন কে গ্রেফতার করা হয়েছে তা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপার নারায়ণগঞ্জকে আদেশ দেয়া হয়েছে । এমন আদেশের পাশাপাশি ২৫ফেব্রুয়ারী মোট ৯ দিন কারাভোগ করে মুক্তি পেয়ে বিচারের দাবীতে পুলিশ সুপার নারায়ণগঞ্জ বরাবর আবেদন পত্র দাখিল ও সেই সাথে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগি কামাল হোসেন । একই সাথে বিচারের দাবীতে এমন আবেদনের অনুলিপি স্বরাস্ট্র মন্ত্রী, নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সমস্য সেলিম ওসমানের বরাবর পাঠানো হয়েছে ।








Discussion about this post