না.গঞ্জ ছাত্রদল সভাপতি রনি কারাগার থেকে মুক্তি

এনএনইউ রিপোর্ট :

অবশেষে মুক্তি পেলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি। দীর্ঘ ১৪১ দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পেলেন। উচ্চ আদালতের জামিনে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান রনি।

মশিউর রহমান রনির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, ষড়যন্ত্র মূলক মামলায় রনিকে এই অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। উচ্চ আদালত দাখিল করা জামিন আবেদন আদালত মঞ্জুর করে রনিকে মুক্তি দেয়।

২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মশিউর রহমান রনিকে অস্ত্র ও গুলিসহ আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। ওইদিন ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটির মাঠ থেকে তাকে আটক করা হয়। ওই ঘটনায় ফতুল্ল­া থানার এসআই আবদুস সাফিউল আলম বাদী হয়ে রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে।

এর আগে ১৫ সেপ্টেম্বর রনির ছোট ভাই সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আরামবাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কালো হাইস গাড়িতে তুলে নেওয়া হয়েছে। এরপর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। তবে ডিবি পুলিশ রনিকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছিলো।

অস্ত্র মামলায় আদালতে প্রেরণের পর রনি আইনজীবীদের জানান, গত ১৫ তারিখ ঢাকার আরামবাগ থেকে ৭/৮ ডিবি সদস্য পরিচয়ে আটক করা হয়। তাদের পাশে থাকা একটি মাইক্রোতে উঠেই তার হাত, পা এবং চোখ বেঁধে ফেলে ডিবির পরিচয় দানকারী সদস্যরা। আটকের পর ২দিন ধরে তাকে সীমিত পরিমান খাবার সরবরাহ করা হত। এছাড়া ছাত্রদলের সাথে জড়িত থাকা এবং সরকার ও তার নেতাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে ব্যাপক নির্যাতন করা হয়।

Related Posts

Next Post

Discussion about this post

January 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31