নীলফামারী থেকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক প্রতারক শামীম রেজার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন এর ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে মো. শামীম রেজা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ জুলাই সকালে নীলফামারী সৈয়দপুর উপজেলার উত্তর সাহেব পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার আসাদুজ্জামানের ছেলে।
এ ঘটনায় দুপুরে জেলা প্রশাসকের নাজির বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সরকার জানান, ২৪ জুলাই সকাল পৌনে ১১টায় জেলা প্রশাসকের ফেসবুক আইডি ডিসি নারায়ণগঞ্জ ওপেন করে দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি তার ফেসবুক আইডি হ্যাক করেছে। আর ওই আইডি ব্যবহার করে ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন লোকজনদের কাছে টাকা দাবি করে। তার একটি চ্যাটিংয়ে উল্লেখ করা হয়েছে, টাকা আছে? কত টাকা? ৩০৬০ টাকা, জি আছে, বিকাশে পাঠাও, জি স্যার, নাম্বার দেন ০১৪০৬০৬৮৪৯৫ বিকাশ পার্সনাল পাঠায় আমাকে ম্যাসেস দাও। কত সময় লাগতে পারে।’’
তবে জেলা প্রশাসকের ফেসবুক থেকে দেওয়া ম্যাসেজে মিথ্যা, বানোয়াট, মানহানিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত হওয়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শামীম রেজাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শামীম রেজা স্বীকার করে যে, তার আইডি দ্বারা ডিসি নারায়ণগঞ্জ এর আইডি প্রবেশ করে ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে। তারপর জেলা প্রশাসক জসীম উদ্দিন এর নামে আইডি খুলে বিভিন্ন লোকজনদের কাছে টাকা দাবি করে আসছিল।’
তিনি বলেন, গ্রেপ্তারকৃত শামীম একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে ফেইসবুক আইডি দ্বারা বিভিন্ন শীর্ষ পর্যায়ের সরকারি অফিসারদের আইডি সংগ্রহ করে বেশ কিছু টাকা আদায় করেছে তদন্তে প্রমাণ পায়।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে । আমরা বিস্তারিত উদঘাটনের চেষ্টা করছি।’









Discussion about this post