এনএনইউ রিপোর্ট :
শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত পিকনিকের লঞ্চ । শুক্রবার ২৫ জানুয়ারী দুপুর থেকে মেঘনার নদীর মতলব এলাকায় ডুবোচরে আটকা পরে লঞ্চ পিটু ৬ । দুপুর বারোটা থেকে মধ্যরাত পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ৬ শত যাত্রী নিয়ে আটকে যায় মাঝ নদীতে। এরপর চলে রুদ্ধশ্বাস অবস্থা ।
মাঝরাতেও পিকনিকবাহী লঞ্চ টিপু ৬ কোনভাবেই ছাড়াতে না পেরে ফের ঢাকা থেকে ভিন্ন লঞ্চ এসে উদ্ধার করে যাত্রীদের নারায়ণগঞ্জে নিয়ে আনা হয় মধ্যরাত ২ টায়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর এলাকায় বিকল হয়ে মাঝ মেঘনায় লঞ্চটি ভাসছে থাকাবস্থায় শিশু কিশোর, নারীসহ ৬ শত যাত্রীর মাঝে চরম উৎকন্ঠার সৃষ্টি হয় । বিকেল থেকেই মুঠো ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পরলেও পরিবারের মাঝে আতংক সৃষ্টি যাতে না হয় সে দিকে ছিলো আয়োজকদের নির্দেশনা ।
মোহনপুর নৌ-পুলিশের ইন্সপেক্টর আবু তাহের খান জানান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পিকনিকের জাহাজ ডুবোচরে আটক হওয়ার ঘটনা আমরা জেনেছি রাতে ৮ টার পর । প্রায় ৬শত যাত্রী নিয়ে লঞ্চ টিপু ৬ আটকের খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেয়া হয় । ঢাকা থেকে ফের ভিন্ন লঞ্চ সকল পিকনিকের যাত্রীদের উদ্ধার করে মাধ্য রাত ২ টায় নারায়ণগঞ্জে আসে ।
মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের সকল রাজপথে স্বজনদের অপেক্ষার পর যাত্রীরা লঞ্চ থেকে নেমে আসলে স্বস্তি ফিরে আসে ৬শ যাত্রীসহ সকলের পরিবারের মাঝে।
মোহনপুর নৌ ফাড়ির ইন্সপেক্টর আবু তাহের খান আরো বলেন, নারায়ণগঞ্জ থেকে ৬শত যাত্রী নিয়ে মতলবে পিকনিক করতে চাঁদপুর আসে টিপু-৬ । এ সময় লঞ্চটি জেয়ার ভাটার কারণে ডুবোচরে আটকে যায় । ফেরার পথে জোয়ার আসলেও অতিরিক্ত চাপের কারণে লঞ্জের ইঞ্চিন বিকল হয়ে যায় । এরপর থেকেই নদীতে দীর্ঘ ১২ ঘন্টা শ্বাসরুদ্ধকর অবস্থায় কাটে যাত্রীদের সময় । ডাকাতির ভয়ে পুলিশে খবর দিলে নৌ পুলিশের কয়েকটি টিম নিরাপত্তা দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে ।









Discussion about this post