নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
এক কান কাটলে যায় সাইড দিয়ে আর দুই কান কাটলে যায় মেল (প্রকাশ্যে) দিয়ে এমনটাই প্রমান করেছে শহরের কুক্ষাত ভূমিদস্যু চাঁদাবাজ জয়নাল আবেদীন ওরেফে আল জয়নাল । যার বিরুদ্ধে অসংখ্য চাঁদাবাজির মামলা থাকার পরও পুলিশী হাতকড়া পরিহিতি অবস্থায় হাসতে হাসতে কারাগারে যাচ্ছে । দেখেন কত নির্লজ্জ এই জয়নাল । এভাবেই বৃহস্পতিবার দুপুরে কারাগার পাঠানোর সময় জয়নালের উপস্থিতিতেই কড়া ভাষায় মন্তব্য করেন অনেকেই । যার ভিডিও রেকর্ড হাতে এসেছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর হাতে ।
শাসক দলের নেতাদের ক্ষমতার জোড়ে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের নানা অপরাধের হোতা মহা তদ্বিরবাজ জয়নাল আবেদীনকে গ্রেফতারের পর সদর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর পর আদলত রিমান্ড শুনানীর সময় ধার্য করে ফের তা পরিবর্তনের পর আগামী রোববার ২৮ এপ্রিল নির্ধারণ করে ।
আদালতের এমন আদেশের পর ভূমিদস্যু ও বিতর্কিত জাতীয় পার্টি নেতা আল জয়নালকে কারাগারে পাঠানো হয় । এ সময় হাসতে হাসতে পুলিশের প্রিজন ভ্যানে উঠোনো হয় জয়নার কে ।
নারায়ণগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও বিতর্কিত জাতীয় পার্টি নেতা আল জয়নালকে বুধবার ২৪ এপ্রিল মধ্যরাত ১২ টায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর পেয়ে সদর থানায় উপস্থিত হয়ে কুক্ষাত এই অপরাধীর কয়েকজন স্ত্রী, সন্তান ও দালালদের অনেকেই ।
শহরের কালীর বাজার এলাকার মৃত আবুল হাসেমের ছেলে রহমত উল্লাহ ফারুকের দায়ের করা ৬৮(৪)১৯ নং মামলায় ১৪৩/৪৪৮/৩৮৫/৪২৭/৩৭৯/৫০৬ ধারায় ভুমদস্যু জয়নাল আবেদীন ছাড়াও এসএম মালেহ রোড এলাকার মৃত আলাউদ্দিন মুন্সীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৫), ফতুল্লার শাহী মসজিদ এলাকার মৃত হারুন মৃধার ছেলে মনির মৃধা (৪৫), ইসদাইরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজুর রহমান লিখন (২৮), রহমানের ছেলে আসিফ (২৪) সহ আরো ৮/১০ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করে । এই মামলার অপর আসামীদের ধরতে অভিযান চলছে বলেও জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে আরো জানান, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জমি সংক্রান্ত ঘটনায় চাদাবাজির আইনে মামলা করে। রাতে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারের পর ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ।
আদালতের ইন্সপেক্টর হাবিবুর রহমান ও কোর্ট দারোগা সীমা রানী জানান, আল জয়নালের বিরুদ্ধে পুলিশ ১০ দিনের আবেদন করেছে । আদালত বেলা তিনটার পর রিমান্ড শুনানীর জন্য ধার্য করলেও আবার তার পরিবর্তন করে আগামী রোববার রিমান্ড শুনানীর দিন নির্ধারণ করেছে ।
জয়নাল আবেদীন গ্রেফতারের খবর পুরো জেলায় ব্যাপক আলোচান সমালোচনার সৃষ্টি হয়েছে । জামায়াত ও শিবিরের পৃষ্ঠপোষক হয়ে ব্যাংক থেকে বিশাল টাকা নিয়ে নাান ভাবে ভুমিদস্যুতা করে শহরের অনেককেই নিঃস্ব করে দিয়েছে জয়নাল । তার কঠোর শাস্তি দাবী করেছে অনেকেই ।
আদালতে দাখিল করা রিমান্ডের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক রিপন আলী খান উল্লেখ করেন, চাদাবাজ আল জয়নালের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ছাড়াও রাজধানীতে অসংখ্য চাঁদাবাজির মামলা রয়েছে ।
Discussion about this post