রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর জোন-৮ এর আওতাধীন নারাযণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় আবাসিক মরহুম আমিনুল সেক্রেটারির ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে প্রায় ৩০টি দোকান অপসারণ ও দুইটি ভবন মালিক কে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
দেওভোগের এই স্থাপনায় রাজউক প্ল্যান অনুযায়ী নিয়ম না মানায় গুড়িয়ে দেয়া হয়েছে আমিনুল ক্রেটারীর নব নির্মিত বাড়ি।
রোববার ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজউক ৮ জোনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিসমিন আকাতারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এ উচ্ছেদ করা হয় ।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া মোড় এলাকায় রাজউকের প্ল্যান অনুমোদন অনুযায়ী নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় তা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
নারায়ণগঞ্জ রাজউক জোন ৮ এর অথরাইজড অফিসার শেখ তোফিকুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মরহুম আমিনুলের ছেলে শফিকুল গংদের ভবন রাজউকের নকশার নিয়ম অনুযায়ী না করায় তা ভেঙে দেয়া হয় । নিচতলায় পার্কিং করার কথা ছিল, তারা তা না করে নিচতলায় দোকান করেছে। এছাড়াও ভবনের কিছু অংশ রাস্তায় নেমে এসেছে । আর ওই অংশ টুকু ভেঙে দেয়া হয়েছে । একই সাথে ভবন মালিকদের ৭ লাখ জরিমানা করেছে নির্বাহি ম্যাজিষ্ট্রেট। তার পাশে ইন্দ্রজিৎ নামের এক ব্যক্তির ভবনের গোডাউন নির্মাধীন অনুমোদন না থাকায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে প্রয়াত আমিনুল সেক্রেটারীর বড় ছেলে লিটন নারায়ণগঞ্জ নিউজ আপডেটের কাছে স্বীকার করে জানান, হ্যা আমাদের এই ভবনটি বাড়তী ছিলো । আর আমাদেরকে এক বছর আগে নোটিশও দিয়েছিলো ।









Discussion about this post