শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রদীয় প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার সন্ধার পরে শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকার বিজয় স্তম্ভে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, পজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, জেলা রোভার কমিশনার আরিফ মিহির ও জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে সারা বাংলাদেশ যখন মুক্তির প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই পাকিস্তানী হানাদার বাহিনী, রাজাকার ও আলবদররা মিলে দেশকে অকার্যকর করার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। আমরা অনেক সম্পদ হারিয়েছি। আর এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শোককে শক্তিতে পরিণত করার জন্য শামিল হয়েছে। তাদের সকলকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস। এবারের বিজয় দিবস মুজিব শতবর্ষের বিজয় দিবস। এবারের বিজয় দিবস স্বাধীনতার ৫০ বছর পূর্তি শুরু হবে তার বিজয় দিবস। আমরা এই বিজয়কে শক্তিতে রূপান্তরিত করবো। এখনও পরাজিত শক্তি অনেক কিছু করার পাঁয়তারা করছে। আমাদের সরব উপস্থিতি ওই পরাজিত শক্তির হাত থেকে দেশকে সমুন্নত করবে।









Discussion about this post