নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
জেলার রূপগঞ্জ উপজেলার দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার মীম (১৬) কে অপহরণের পর দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহরণকারীরা ওই স্কুল ছাত্রীকে ভারতে পাচারের চেষ্টা করার আগেই ইদ্ধার করা হয় অপহৃতকে । একই সাথে আটক করা হয়েছে অপহরণকারীদের কে ।
২৫ অক্টোবর শুক্রবার রাতে পঞ্চগড় জেলার বোদা থানার বালাভির এলাকায় অভিযান পরিচালনা করে ফারিয়া আক্তার মীমকে উদ্ধার ও চার জনকে গ্রেফতার করে। এর আগে গত ২০ অক্টোবর রূপগঞ্জ উপজেলার মীরগদাই এলাকা থেকে অপহরণ করা হয় মীমকে।
গ্রেফতারকৃতরা হলো গাজীপুর জেলার গাছা থানার কামারজুরি এলাকার আব্দুল মাজেদ ওরফে মাসুদুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩৩), শফিকুল ইসলাম স্বপন (২৬), আলাউদ্দিন মিয়ার ছেলে মানিক মিয়া (২৪) ও পঞ্চগড় জেলার বোদা থানার বালাভির এলাকার মৃত তছেলউদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৩৯)।
রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন জানান, মীরকুটিরছেও এলাকার রমিজ উদ্দিনের মেয়ে ফারিয়া আক্তার মীম (১৬) মুড়াপাড়া সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। গত ২০ অক্টোবর সকালে টেস্ট পরিক্ষায় অংশ গ্রহন করার জন্য স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল ৯টার দিকে মীরগদাই এলাকায় পৌছাবামাত্র শফিকুল ইসলাম স্বপনসহ তার সহযোগীরা গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে মীমের পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের কিছু টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করা হয়।
শুক্রবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পঞ্চগড় জেলার বোদা থানার বালাভির এলাকার মোতাহারের বাড়ি থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে অপহৃত ফারিয়া আক্তার মীমকে উদ্ধার করা হয়।
মীম জানায়, অভিযুক্ত শফিকুল ইসলাম স্বপন মীমকে ধর্ষণ করে। শুধু তাই নয়, ভিকটিমকে ভারতে পাচার করার চেষ্টা করে। অভিযুক্তদের ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।









Discussion about this post