নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভাইরাল হওয়া ভিডিও দেখে অস্ত্রধারী ওই যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ।
রোববার বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ৫ ঘন্টার মধ্যেই সারাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে,গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আবু কালাম (৩৮)। সে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার ফকিরার ছেলে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রোববার রাতেই আবু কালামকে তার শশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান পিস্তলটি তার বোনের বাসায় রয়েছে। তারপর তাকে নিয়ে তার বোনের বাসায় যাওয়া হয় এবং আবু কালামের দেখিয়ে স্থান থেকে একটি কালো রংয়ের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
সূত্র মতে জানা যায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর রাতে ফতুল্লার গাবতলী এলাকার কিশোর গ্যাং লিডার আবু কালাম ইসদাইর কাপুরাপট্রি এলাকায় একটি সামাজিক সংগঠনের অফিসে হামলা চালায়। ওই সময় কালামের সঙ্গে আসা কিশোর অপরাধীরা ফরহাদ নামে এক ছেলেকে এলোপাথারী মারধর করে। তখন ফরহাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবু কালাম ও তার লোকজনদের ধাওয়া করে।
এসময় আবু কালাম তার হাত ব্যাগ থেকে একটি কালো রংয়ের পিস্তল বের করে ভয় দেখিয়ে এলাকা ত্যাগ করেন। আর এ দৃশ্য ওই সামাজিক সংগঠনের অফিস থেকে লাগানো সিসি টিভির ক্যামেরায় ধরা পড়ে। এরপর সেখান থেকেই ওই ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এলাকাবাসী জানায়, মাসদাইর গাবতলী ও ইসদাইর কাপুড়াপট্রি এলাকায় মেহেদি, হৃদয়, রিপন, স্বপন, সুমন, ফেনসিডিল বাদসা, মুরগি স্বপন, জাহাঙ্গীর, জাওরা কাদিরসহ প্রায় অর্ধশতাধীক সন্ত্রাসী রয়েছে। তারাই প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা,চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে বেড়ায়। এলাকাবাসীর দাবী এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড অনেকটা কমে যাবে।









Discussion about this post