দুষ্টের দমন ও সৃষ্টের পালনের লক্ষ্যে এবং আইনের শাসন সমুন্বত রাখতে আইনজীবীদের সাথে মতবিনিময়ে অপরাধ দমনে আইনজীবীদের সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) ।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীগণের সহিত পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহাসিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা সহ অন্যান্য আইনজীবী ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় সমিতির সদস্যগণের সহিত আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগীতা কামনা করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান। তিনি পুলিশের শতভাগ সততা ও স্বচ্ছতার সহিত দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছেন মর্মে নিশ্চয়তা প্রদান করেন ।









Discussion about this post