নারায়ণগঞ্জে বিদেশ ফেরত শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানব বন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী ।
বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপী এই মানব বন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয় ।
বক্তারা বলেন পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জে মাদক ব্যবসা চলে। মাদক ব্যবসা থেকে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং। গত ঈদের রাতে নগরীর পাঠানটুলি এলাকায় এক যুবলীগ নেতার বাড়ির সামনে সেই কিশোর গ্যাংয়ের শিকার হয় শুভ। শুভকে ওই সন্ত্রাসীরা উপর্যুপরি কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে। যা যুবলীগ নেতার বাড়ির সিসি ক্যামেরায় পরিস্কার দেখা যায়। সিসি ক্যামেরায় হত্যাকারীদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ সকল আসামী এখনো গ্রেফতার করছে না। আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি জানান বক্তারা।
মানব বন্ধনে নিহত শুভর মা বাবাসহ এলাকাবাসী ও স্বজনরা উপস্থিত ছিলেন। শুভ এক বছর আগে ব্রুনাই থেকে দেশে ফিরেছিল।
নারায়ণগঞ্জে প্রকাশ্যে খুনের ভিডিও সর্বত্র প্রকাশিত হলে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জে শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানব বন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, পুলিশের সহায়তায় মাদক ব্যবসা হয়।”









Discussion about this post