সোমবার রাত সাড়ে ১০টা । শহরের মন্ডলপাড়া এলাকায় হঠাৎ ২/৩ জন যুবকের চিৎকার ধর ধর ! ফিল্মীস্টাইলে চলন্ত মটর সাইকেল থেকে ঝাপ দিয়ে দৌড়ে এক যুবক মন্ডলপাড়া নীমতলা লেকের পানি ঝাপ দিয়ে সাতার কেটে লেকের মাঝখানে অবস্থান নেয় ।
সাদা পোষাকে পুলিশের দুই সদস্য কোমরে হাতকড়া ও পিস্তল নিয়ে পানিতে সাতার কাটা অবস্থায় যুবক কে উঠে আসার অনুরোধ করছেন। অপরদিকে পানিতে থেকেই চিৎকার করে ওই যুবক বলতে থাকে পাইকপাড়া লিমনরে খবর দেন । নাইলে আমি পানি থেকে উঠবো না । চারিদিকে লোকে লোকারণ্য ।
জনতার প্রশ্নে সাদা পোশাকের পুলিশ জানায়, তার নাম শুভ, বাড়ি পাইকপাড়া পোড়াবাড়িতে। কুখ্যাত মাদক ব্যবসায়ী এই শুভর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তারে গ্রেফতারের পর মটর সাইকেল থেকে ফিল্মিস্টাইলে লাফ দিয়ে মটর সাইকেল থেকে পরেই লেকের পানিতে ঝাপ দিয়েছে।
এরপর উপস্থিত জনতা ইট, ঢিল ছুড়তে শুরু করে মাদক ব্যবসায়ী শুভকে লক্ষ্য করে ।
এরই মধ্যে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ।
এক পর্যায়ে পানিয়ে সাতার কেটে হয়রানি হয়ে এবং ঢিল সইতে না পেরে তীরে উঠে আসে দুর্ধর্ষ অপরাধী শুভ । ফলে বড় অঘটন থেকে রক্ষা পেয়েছে পুলিশ ও দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী শুভ ।
পরবর্তীতে ভেজা কাপড়ে থানায় বসিয়ে রেখে ওয়ারেন্ট তল্লাসীকালে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী শুভ জানায়, সম্প্রতি সে কারাগার থেকে জামিন নিয়ে বেড়িয়ে এসেছে তার কোন গ্রেফতারী পরোয়ানা থানায় নাই ।
অথচ তল্লাসী করে শুভর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে বলে জানায়, নারায়ণগঞ্জ সদর থানার ডিউটি অফিসার তারিক।









Discussion about this post