পুলিশের পোশাক পরে হাতে ওয়ারলেস, অস্ত্র (খেলনা) ও সিগনাল লাইট নিয়ে শনিবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইকালে গ্রেফতার হয় ‘ভূয়া পুলিশ’ শাহিন ওরফে শামীম । এমন ঘটনার দুই দিনের মধ্যে নারায়ণগঞ্জের কুক্ষাত দুই অপরাধী ভূয়া পুলিশ জাহাঙ্গীর আলম (৩৮), রিপন মিয়া (৪৬) ও বারেক মিয়া (৫০) কে গণপিটুনী দিয়ে পুলিশের দেয়া হয় । গণপিটুনীর শিকার ভূয়া পুলিশের এই চক্র রাজধানীর যাত্রবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবসা করে এমন অপরাধ চালিয়ে আসছিলো । এরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলেও জানায় পুলিশ
এনএনইউ রিপোর্ট :
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশ পরিচয়ে ডাকাতির সময় তিনজনকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে।
সোমবার ৬ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮), একই জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কূল গ্রামের রিপন মিয়া (৪৬) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের বারেক মিয়া (৫০)। তাঁরা নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করি। চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা করা হচ্ছে।









Discussion about this post