নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
জেলা পুলিশ লাইন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার (৪০) অটো রিক্সার চাপায় মৃত্যু হয়েছে । সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ৮ নভেম্বর বিকেল ৫টার সময় । নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটলে এলাকার লোকজন অটো রিক্সা আটক করে এবং আহত শিক্ষিকা মাহমুদা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, শিক্ষিকা মাহমুদা আক্তারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে । অটো রিক্সা আটক হলেও পালিয়ে গেছে ড্রাইভার । তাকে আটকসহ মামলা দাায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে ।
দূর্ঘটনার পর উপস্থিত অনেকেই বলেন, চাষাড়া থেকে পাগলা সড়কে প্রতিদিন কয়েকশত অটো রিক্সা একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রকে চাঁদা দিয়ে বেপোরোয়া গতিতে কোন অনুমতি ছাড়াই অটো রিক্সা চরাচল করছে । আর প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা । মরছে মানুষ । আজ মারা গেলেন আমাদের পুলিশ লাইনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা । এমন মৃত্যুর ঘটনার পরও চলবে অটো । সেই সাথে বন্ধও হবে না চাঁদাবাজদের দৌড়াত্ম । অর্থাৎ চিহ্নিত চক্রের চাঁদাবাজির ফসল হলো আজকের শিক্ষিকা মাহমুদার লাশ ।









Discussion about this post