নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিক অহিদুল হক খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার ২৩ মার্চ সকালে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার 22 মার্চ মস্তিস্কে রক্তক্ষরণ ঘটে অহিদুল হক খানের।
অহিদুল হক খানের ছেলে রুদ্র জানান, অহিদুল হক খান সোমবার অসুস্থ হয়ে প্রথমে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের কাছে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে অবস্থার অবনতি ঘটায় তাঁকে রাজধানীর আগারগাঁয়ে নিউরোলজি সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে আইসিউতে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অহিদুল হক খানের সুস্থতায় দোয়া প্রার্থনা করা হয়েছে ।









Discussion about this post