নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
প্রধানমন্ত্রী একবার নয়, বহুবার বলেছেন ত্বকীকে কারা হত্যা করেছেন তিনি তা জানেন। কিন্তু তিনি জানার পরেও ত্বকীর হত্যাকারীদের বিচারের আওতায় আনেনি। এই কারণে ওসমান পরিবার বেপরোয়া হয়ে উঠেছে । তারা আজকে জুয়ার ও মাদক ব্যবসাসহ নানা অপর্কম করে । সরকার ও প্রশাসন যখন ওসমান পরিবারের পেছনে থাকে তখন তারা নারায়ণগঞ্জে রাম রাজত্ব কায়েম করে। যখন তাদের পেছনে সরকার ও প্রশাসন থাকে না তখন তারা রাতের আঁধারে দেশ ছেড়ে পালিয়ে যায় । তারা সমাবেশ করে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের ওপর আক্রমণ করার হুমকি দেয়। তারা ঘোষণা দেয়, প্রধানমন্ত্রীও যদি তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে নারায়ণগঞ্জ স্তদ্ধ করে দেয়ার হুমকি দেয়। এভাবেই কড়া ভাষায় মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি ।
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের আলী আহাম্মদ চুনকা মিলনায়তনের সামনে সোমবার ৮ এপ্রিল সন্ধ্যায় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৭৩ মাস পূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজনে ধারাবাহিক মোম বাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে এমন বক্তব্য দেন রফিউর রাব্বি ।
এ মসয় রফিউর রাব্বি প্রধানমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠান করতে চান, তাহলে খুনী ওই পরিবারকে আইনের আওতায় আনুন। যদি তাদের আইনের আওতায় না এনে আশ্রয় প্রশ্রয় দেয়া হয় এর পরিণাম শুভ হবে না।
এই ওসমান পরিবার বিভিন্ন জনকে হুমকি দিয়ে বলেছেন, জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়াবেন, লাশ টুকুরো টুকরো করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবেন। কারো বাড়ির ইট থাকবে না খুলে নিয়ে আসবেন। নারায়ণগঞ্জে শুধু ওই খুনী ওসমান পরিবার ও অনুসারীরা থাকে না। নারায়ণগঞ্জে ঘাতক ওসমান পরিবারের নানা অপকর্মের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে লাখ লাখ নগরবাসী টিকে আছে এবং টিকে থাকবে।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, সরকারী একজন কর্মকর্তা যখন জুয়ার আস্তানায় হানা দেয়, মেরী এন্ডারসনে ৭০ জন কে গ্রেফতার করে, আর ওসমান পরিবারের নাম আসলো, এতে কিছু কিছু ব্যবসায়ীিআন্দোলনের ঘোষনা দিলেন, পুলিশের অস্ত্র কেড়ে নেয়ারও হুমকি দেয়া হলো । এগুলি কি অপরাধ না ? উচ্চ আদালতের নির্দেশ ত্বকী হত্যা মামলা তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তদন্ত শেষ করলেও গত ৭৩ মাসেও ত্বকী হত্যায় র্যাব অভিযোগপত্র আদালতে জমা পড়েনি।
উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, উদীচী শিল্পী গোষ্ঠি জেলার সভাপতি জাহিদুল হক দীপু, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ অনেক সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।









Discussion about this post