নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নিয়ে সাম্প্রতিক সময়ে পুরানো একটি চক্র নির্বাচন কে সামনে রেখে পুরোনো নগ্ন খেলায় মেতে উঠেছে ।
অপরদিকে সেই নগ্ন খেলার কুশিলবদের পাশে বসে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এতো কাঁচা রাজনীতিবিদ আইভী না।
শীর্ষ একজন কর্মকর্তা সরকারী দপ্তরে বসে ছক আঁকবেন আর তার সহযোগী কর্মকর্তা দিয়ে তেল মারবেন তা খুব ভালো করেই বুঝেন মেয়র আইভী। একই সাথে যাদের অনুষ্ঠানে মেয়র আইভী নিমন্ত্রিত তারা কি করেন/ করেছেন এই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে তা নগরবাসীর সকলেই জানেন । মেয়র আইভী সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন এ নিয়ে ছিলো ব্যাপক আলোচনা সমালোচনা । শেষ পর্যন্ত সেই আলোচনা সমালোচনা বিষয়টি উঠে আসে পুলিশ সুপারের কথায় :
(উল্লেখিত এমন মন্তব্য একজন রাজনৈতিক নেতার)
নারায়ণগঞ্জ জেলাকে শ্রেষ্ঠ নগরী দেখতে চান উল্লেখ করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ জনপদকে পজেটিভ হিসেবে গণমাধ্যমে উপস্থাপনের আহবান করেছেন।
তিনি বলেন, অনেকেই নারায়ণগঞ্জ নাম শুনলে আতকে উঠেন, আতঙ্কিন হন। এ জায়গা থেকে বের হওয়ার সুযোগ এসেছে। এজন্য গণমাধ্যম যদি পজেটিভ বিষয়গুলো তুলে ধরেন তাহলে সহায়ক হবে। কারণ নারায়ণগঞ্জে আমি চাকরি করতে গিয়ে দেখেছি এখানে ইতিবাচক অনেক কিছুই আছে।
৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মেয়র সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতি থাকার কথা থাকলেও তিনি হাজির হননি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শ ম রেজাউল করিম।
পুলিশ সুপার বলেন, ‘আজকে আমার এ অনুষ্ঠান নিয়ে অনেক প্রত্যাশা ছিল। আমাদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি সেলিম ওসমান এসেছেন। আমি ধরে নিয়েছিলাম আমাদের নগর পিতা থাকবেন। করোনাকালীন সময়ে আমরা অনেক কথাই বলতে পারি না, অনেক কিছু করতে পারি নাই। আজ সুযোগ ছিলো একসাথে থাকলে কিছু কথা বলতাম। সকলে মিলে কাজ করলে এ নগর আরো সমৃদ্ধশালী হবে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জেলা ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।









Discussion about this post