নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ পত্রিকার বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আশরাফ রানা ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ি নিবাসী মরহুম ডাঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আশরাফ রানা আজ রাত ০৮.০০ ঘটিকায় ঢাকা বারডেম হাসপাতলে ইন্তেকাল করিয়াছেন।
আশরাফ রানা ১৯৯৬ সনে দৈনিক খবর গ্রুপের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় নামেন। এরপর দৈনিক
সচেতন, দৈনিক অগ্রবাণী, দৈনিক খবরের পাতা সহ একাধিক পত্রিকায় ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।
কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ওপেন হার্ট সার্জারি (অপারেশন) করানো হয়। অপারেশনপর তিনি আবারও অসুস্থ হয়ে পরেন। এরপর অসুস্থ্য অবস্থায় ঢাকা বারডেম হাসপাতলে তাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ০৮.০০ ঘটিকায় ঢাকা বারডেম হাসপাতলে ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ ।









Discussion about this post