রাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসা থেকে তানিয়া নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
তানিয়া আকতার (২০) নামে ওই গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছে তার পরিবার।
সোমবার (৫ জুলাই) রাতে ঘটনাটি ঘটে। দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টায় তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার বোন রাজিয়া সুলতানা জানান, তানিয়া সঙ্গে এক বছর আগে মগবাজার পেয়ারাবাগের স্থানীয় বাসিন্দা তৌহিদের সাথে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পরে বেশ কয়েক মাস ভালোই কাটে। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে ঝগড়া লেগেই থাকতো। সোমবার দুপুরে তার স্বামী তাকে মারধর করেছেন।
তিনি বলেন, হয়তো এ কারণেই তানিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে স্বামীর পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
তানিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার নরন্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তানিয়া পরিবারের খুব আদরের ছিলেন বলে জানান বোন রাজিয়া ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।









Discussion about this post