নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাংলা বাজারে জিয়াউর রহমান জিয়া( ৪০) নামের একজস ফটো সাংবাদিকের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ ।
(১৬ জুন) মঙ্গলবার দুপুরে বাংলাবাজার নিজ বাসা হতে জিয়াউর রহমানের লাশটি উদ্ধার করে পুলিশ । খবর পেয়ে পঘটনাস্থলে উপস্থিত হয় এলাকার অনেকেই ।
এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশের উপ পরিদর্শক মামুন গণমাধ্যমকে জানান, প্রচন্ড নেশাগ্রস্থ অবস্থায় গত চার দিন আগে মা ও স্ত্রীর সাথে ঝগড়া করে ওই সময় আত্মহত্যার চেষ্টা করে জিয়াউর রহমান শান্ত । লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর পর নিহতের পরিবার ও এলাকাবাসী বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য প্রশাসনের অনুমতি প্রার্থনা করেছেন।
পরিবার ও এলাকার অনেকেই বলেন, এক সময়ের ফটো সাংবাদিক জিয়াউর রহমান শান্ত শারিরীক নানা অসুস্থাতার কারণে হতাশাগ্রস্থ হয়ে পরে । এমন হতাশা থেকেই নেশায় আশক্ত হয়ে পরিবারের সাথে দ্বন্ধে জড়িয়ে পরেন ।এমন হতাশা থেকে গত ১০ জুন জিয়াউর শান্ত তার ফেসবুক পেইজে কিডনী বিক্রি করা হবে বলেও মন্তব্য করেছে তার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছিলেন ।
জিয়াউর রহমানের আত্মহত্যার বিষয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত শাহাদাৎ হোসেন বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে ।









Discussion about this post