রোববার (৯ জানুয়ারি) পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার করেছে জিয়াসমিন আক্তার (৩৩), তার মেয়ে তাসমিম আক্তার (১৫) এর লাশসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে । নিখোঁজের এখনো বাকী আরো ৬ জন ।

নিহত জেসমিন ও তার মেয়ে তাসনিম ছাড়াও সাব্বির হোসেন ও জোসনা বেগমের লাম উদ্ধর করা হয়েছে ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, এখন পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ৬ জনকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ, বিআইডাব্লিউটিএ এর ৬ টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। নিহতদের পরিবারকে জেলা প্রাশাসনের পক্ষ থেকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ‘এমভি ফারহান-৬’ নামের একটি লঞ্চের ধাক্কায় নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে একটি ট্রলার ডুবে যায়। সে সময় ট্রলারটিতে থাকা বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন।









Discussion about this post