নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অভিনব চুরির ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।
ফতুল্লার সস্তাপুর এলাকায় রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাড়ি থেকে ৫০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরের দল।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এতে তিনি উল্লেখ করেন, সিসি ক্যামেরায় দেখা গেছে এক নারী ছোট্ট একটি শিশু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে থাকা ১০ বছরের একটি ছেলে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে নজরদারি করছে। কিছুক্ষণ পর ১৫ বছর বয়সি এক মেয়েকে ইশারা দিয়ে মুক্তিযোদ্ধার ঘরে প্রবেশ করতে বলছে।
এ সময় দ্রুত ঘরে ঢুকে দুটি দামি মোবাইল ফোন ও ড্রয়ারে রাখা টাকা-পয়সা নিয়ে চোখের পলকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ অন্য সদস্যদের নিয়ে শটকে পড়ে।
এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় এভাবে ছদ্মবেশে এসে চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। আর মোবাইল ফোন দুটি ট্র্যাকিং করে এগুলো উদ্ধারের চেষ্টা চলছে ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সাতটি থানা এলাকায় অসংখ্য মোরাইল চুরি এবং অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে । প্রতিদিন চুরি ও ছিনতাইয়ের শিকার এমন ঘটনায় থানায় উপস্থিত হয়ে অভিযোগের বিষয় উত্থাপনের পর ডিউটি অফিসারসহ উর্ধতন কর্মকর্তারা গুরুতর অপরাধযোগ্য ঘটনাগুলো মামলা গ্রহণ না করে সাধারণ ডায়রী লিপিবদ্ধ করে ক্ষতিগ্রস্থদের মৌখিক আশ্বাস দিয়ে বিদায় করে দেয়ার ঘটনা প্রতিদিনই ঘটেই চলছে । আর এমন চাঞ্চল্যকর চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানা পুলিশ কোন মামলা গ্রহণ করে না, এমন তথ্য অপরাধীরা পূর্ব থেকেই অবগত থাকায় অপরাধের মাত্র মারাত্মক আকার ধারণ করেছে । নারায়ণগঞ্জে মোরাইল হারিয়ে গেছে এমন জিডি কতগুলি দায়ের হয়েছে তার পরিসংখ্যন যাচাই করলেই রেড়িয়ে আসবে নারায়ণগঞ্জে অপরাধের মাত্রা কতটা ভয়ংকর ।









Discussion about this post