নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার কোতালের বাগ এলাকায় পলাশ মোল্লা (২৮) নামক এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ফতুল্লার কোতালের বাগ এলাকার আলমাস মিয়ার ভাড়াটিয়া বাড়ির একটি রুম থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
জানা যায়, নিহত পলাশ মোল্লা বাঘেরহাট জেলার কুচুয়া থানার আঠারোগাতি গ্রামের মৃত. ইশা মোল্লার ছেলে। সে স্ত্রী কেয়া আক্তারসহ ভাই বোনকে সঙ্গে নিয়ে ফতুল্লার কোতালেরবাগ এলাকার আলমাস মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে গার্মেন্টসে কাজ করতেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী জানান, পলাশের মৃতদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলো।
সেখান থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে পেলে মৃত্যুর কারন বলতে পারবো। নিহতের পরিবারের কেউ মৃত্যুর কারন বলতে পারেনি ।









Discussion about this post