পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার থানার মুসলিম নগরে ভগ্নিপতির (দুলাভাই) ছুরিকাঘাতে খুন হয়েছে সুমন মিয়া (২৮) ।
এমন ঘটনায় মুহুর্তের মধ্যেই ঘাতক মহিবুল্লাকে আটক করে পুলিশে দিয়েছে স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (৮ জানুয়ারী) মুসলিম নগরের বাড়ির পাশে ডিমের দোকান থেকে ধারালো ছুরি নিয়ে মহিবুল্লাহ তার শালক সুমনের বুকে উপুর্যুপরি ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পরে সুমন ।
নিহত সুমনের ছোট ভাই রুবেল ওরফে কাজন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানায়, দুলাভাইয়ের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে ।
রক্তাক্ত অবস্থায় সুমনকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আনার পর চিকিৎসক জিএম মোস্তফা সুমনকে মৃত ঘোষণা করেন।
এ সময় নিহতের ভাইসহ অন্যান্যরা লাশ বিনা ময়নাতদন্তে মর্গ থেকে ফিরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে । এবং পরিবারের সদস্যরা এমন হত্যাকাণ্ডের ঘটনার ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
ঘটনার বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, সুমন খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘাতক মহিবুল্লাহকে আটক করা হয়েছে । লাশ মর্গে পাঠানো হয়েছে ।









Discussion about this post