নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিস্ফোরণে সেপটিক ট্যাংক চূর্ণবিচূর্ণ হয়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরও দুজন। গ্যাস জমে ট্যাংকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় সোলায়মান-সাইদ সহোদরের তিনতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে.।
নিহত হলেন- রামারবাগ এলাকার মামুনের ছেলে জিসান (৯), গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২)। আহতরা হলেন- একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।

বাড়িওয়ালা সাইদের স্ত্রী আখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকতেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি গিয়েছেন তাই রুমে কেউ ছিল না।
বিস্ফোরণে ট্যাংকের উপরের অংশ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে।
এসময় বিকট শব্দে সোলায়মান-সাইদ সহদরের বাড়ির সেপটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত চারজন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দুজন নিহত হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন নারীসহ দুজন। তাদের অবস্থাও গুরুতর।









Discussion about this post