তথ্য জানার জন্য গণমাধ্যম কর্মীদের সাথে ফতুল্লা থানা পুলিশসহ বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তারা লুকোচুরির ঘটনা অহরহ ঘটলেও এবার ওপেন হাউজ ডে নামক থানায় অভিযোগ অনুযোগসহ নানা আলোচনার বিষয়টি অুষ্ঠিত হয়েছে াথ্যান্ত গোপনে । আর সেই আলোচনার নামে এবার নতুন লুকোচুরির উদহারণ সৃষ্টি করলেন ফতুল্লা থানার ওসি । কি কারণে এমন লুকোচুরির মাধ্যমে ওপেন হাউজ ডে হলো তা জানা যায় নাই অনেক চেষ্টা করেও ।
ফতুল্লা প্রতিনিধি :
অতীতের সকল রেকর্ড ভেঙে সংবাদ কর্মীদের উপস্থিতি ছাড়াই কমিউনিটিং পুলিশের ওপেন হাউস ডে নাম সভা অনুষ্ঠিত হয়েছে ফতুল্লা মডেল থানার সভাকক্ষে ।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে ফতুল্লা মডেল থানার সভাকক্ষে এ ওপেন হাউস ডে করেন ফতুল্লা মডেল থানা ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।
ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠিত উপস্থিত ছিলেন না থানা পুলিশের উর্ধ্বতন কোন কর্মকর্তা। তাছাড়া ওপেন হাউস ডে‘র বিষয়ে জানতেন না সাংবাদিকরাও । কেমন একটা গোপনীয়তা গোপনীয়তার ভাব লক্ষ্য করা গেছে এই ওপেন হাউস ডে অনুষ্ঠানটির ।
বিশ্বস্ত কয়েকটি সূত্র জানায়, খোদ পুলিশের অনেক কর্মকর্তারাও জানতেন না ফতুল্লা মডেল থানায় ওপেন হাউস ডে করা হবে। এমনকি ওপেন হাউস ডে’র কোন ব্যানারও ছিলো না। কমিউনিটিং পুলিশের অনেকেই জানতেন না জানিয়ে। তারা, একজন আরেকজনের কাছ থেকে শুনে এসেছেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন অনেকে বলেন, ওসি নিজের প্রসংশা নিজেই করেন ।
ক্ষোভ প্রকাশ করে থানার বাহিরে অনেকেই বলেন, এটা ওপেন হাউস ডে নাকি গোপন হাউস ডে করলেন ওসি আসলাম হোসেন । এমন ঘটনাকে গোপন মিটিং বলেও অনেকেই মন্তব্য করেছেন ।
এ বিষয়ে ওসি আসলাম জানান, অনিুষ্ঠানটি হঠাৎ করে করেছি । আর ঢাকার নির্বাচনের ডিউটির জন্য অনেক অফিসার ব্যস্ত । সাংবাদিক দুই একজন ছিলেন ।









Discussion about this post