নারায়ণগঞ্জে সহিংসতা বিরোধী শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ হয়েছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে নাজির হোসেন ইমরান নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত করা হয়। এই সমাবেশ ও মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় অভিযুক্ত নাজির হোসেন ইমরান।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্টও দেন। বিষয়টি আইন শৃংখলা বাহিনীর নজরে পড়লে তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নাজির হোসেন ইমরানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের অধিনায়ক আরো জানান, সম্প্রতি কুমিল্লার নানুয়ার দীঘিরপাড় এর হামলার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সাধারণ জনগণকে উত্তেজিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিলেন ইমরান। পরবর্তীতে ফেসবুকে দেয়া পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গিয়ে আত্মগোপন করে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান বসেব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।









Discussion about this post