নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সমাাজিক যোগাযোগ মাধ্যম ঢফসবুকে হুমকির পর এবার জেলা বিএনপি নেতা রুহুল আমিন সিকদারকে মারধর করেছে ছাত্রদল নেতা শরীফ ও মামুনের নেতৃত্বে উচ্ছৃংখল কয়েকজন যুবক।
বুধবার ৪ মার্চ সকাল ১০টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের সামনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে রুহুল আমিন শিকদার ।
রুহুলের দাবি ছাত্রদল নেতা শরীফ ও মামুনের নেতৃত্বে ওই হামলা ঘটে । মঙ্গলবার ৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুহুলকে মারধরের হুমকি দেয় শরীফ। ওই সময়ে তিনি জানান যেখানে রুহুলকে পাওয়া যাবে সেখানেই মারধর করা হবে।
রুহুল বলেন, `মামলা সংক্রান্ত কাজে সকাল ১০টায় আদালতপাড়ায় যাবার সময়ে শরীফ ও মামুনের নেতৃত্বে হামলা করে অামাকে মারধর করা হয়। পরে আমি দ্রুত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের চেম্বারে আশ্রয় নিয়েছি।`









Discussion about this post