কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আবারো নারায়ণগঞ্জ শহরে বড় ধরনের শো ডাউন দেখিয়ে চমক দেখিয়েছেন মহানগর আওয়ামীলীগ ও যুবলীগের নেতারা।
৬ ডিসেম্বর রবিবার বিকেলে শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবের সামনে থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের দুই নং রেল গেট এলাকাতে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা অপরদিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল। শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
বিক্ষোভ থেকে ভাস্কর্য ভাঙচুরকারীদের কঠোর ভাষায় হুশিয়ার করে দেওয়া হয়। শহরে ছাড়াও বন্দর উপজেলা থেকে আওয়ামসীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে শহর পদক্ষিন করে । বিভিন্ন মিছিল ও সমাবেশে বক্তারা বলেন “বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আ আপোষ নাই । ছাড় দেয়া হবে না সে যে ই হোক ।”









Discussion about this post