নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসে এক তরুনীকে (১৮) গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গত রোববার রাত ১১ টায় বন্দরের মদনপুর এলাকার জাহিন গার্মেন্টের সামনে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে, কিশোরগঞ্জ জেলার মিঠাব মশিরা এলাকার হাছেন আলীর ছেলে নুরুল হক (২১), বরগুনা জেলার আমতলী এলাকার আল আমিনের ছেলে (১৬) এবং ঢাকা খিলগাঁও মীরের টেক এলাকার আবুল হোসেনের ছেলে (১৪)।
অভিযোগে ভুক্তভোগী জানায়, রাতে যাত্রাবাড়ী থেকে গাউছিয়া যাবার জন্য মুক্তিযোদ্ধা পরিবহণের একটি বাসে উঠি। বাসটি চিটাগাং রোড আসার পর যাত্রীশূন্য হয়ে যায়। তখন আমাকে একা পেয়ে আসামীরা উচ্চস্বরে গান বাজিয়ে আমাকে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাস থেকে নেমে ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, তরুনীর অভিযোগ পেয়ে আজ সকালেই মামলা গ্রহণ করা হয়েছে। আটক ৩ আসামীকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।









Discussion about this post