বন্দর প্রতিনিধি :
বন্দরে সিআর মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গনেশ চৌধূরী (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বেলা ১২টায় বন্দর থানার বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বন্দর ফাঁড়ী এএসআই ওবায়দুলসহ সঙ্গীয় র্ফোস বন্দর বাবুপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ সিআর মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী গনেশ চৌধূরীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে ।
গণেশ চৌধুরীর সাজার বিষয়ে নারায়ণগঞ্জ মহানগরীর অনেকেই সমালোচনা করে বলেন, একেবারেই নিঃস্ব এই গণেশের সম্পত্তি সক্রান্ত বিষয় নিয়ে নারায়ণগঞ্জ মহানগরীর একটি প্রভাবশালী চক্রের গভীর চক্রান্তে তাকে বেকায়দায় ফেলেছে । এরই ধারাবাহিকতায় এই সাজা মাথায় নিয়ে কারাগারে ঠাঁই হয়েছে গণেশ চৌধুরী । গণেশের এই সাজায় কারাগারে ঠাঁই হওয়ার নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে বলেও দারী করেছে গণেশের পরিবার। গণেশের এমন সাজার বিষয়ে আক্ষেপ করে অনেকেই বলেছেন, নিতান্তই দরিদ্র এই গণেশ দুটি মেয়ে নিয়ে একাই বসবাস করতেন অত্যাধিক কষ্টেই । সনাতন ধর্মালম্বী কোন কোন নেতার চক্রান্তে কারাগারে যেতে হলো এই গণেশকে । বিশাল সম্পত্তি নিয়ে নারায়ণগঞ্জ শহরের অনেক রাঘববোয়ালরা গণেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো । এর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলেও দাবী করেছেন গণেশের স্বজনরা । সহায় সম্বল হারিয়ে সব সময় নারায়ণগঞ্জ শ্বশানে পরে থাকতো এই গণেশ । গণেশের সাজার নেপথ্যে প্রকৃত কারণ খুজলে রেড়িয়ে আসবে ভয়ংকর তথ্য । এমন দাবী কেরেছে কেউ কেউ ।









Discussion about this post