বন্দর উপজেলার কদমরসুল এলাকা থেকে আমেনা বেগম (৩৩) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (২৫ জুন) দুপুর ৩ টায় র্যাব -১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৯ টায় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামী মুন্সীগঞ্জের দক্ষিণ উগাকান্দি এলাকার মো. নূর আলমের স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন ভূইয়ারপাড়া আল সাবাহ আবাসিক এলাকায় বসবাস করার পাশাপাশি গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিশেষ কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।








Discussion about this post