নারায়ণগঞ্জের বন্দরে একটি পাটের গোডাউনে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে। বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়। মেসার্স জোবায়েদ এন্টারপ্রাইজ নামের ওই গোডাউনে ওয়েস্টিজ সুতা মজুদ করা হতো বলে জানায় মালিকপক্ষ।
গোডাউনের মালিক তাজুল ইসলাম বলেন, লকডাউনের কারনে আমার গোডাউনটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই আমার গোডাউনে আগুন লেগেছে। আমি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে আমার প্রায় ৩২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, বেলা পৌনে ১ টায় আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করছি সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তদন্তের পর আগুনের কারন এবং ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যাবে।









Discussion about this post